নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: মঙ্গলবার ১৬,সেপ্টেম্বর :: পশ্চিম বর্ধমান জেলা পরিষদ কর্তৃক প্রায় ১২ লক্ষ টাকা ব্যয়ে পানুরিয়া হাটতলা থেকে পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের হাকিমপাড়া মোড় পর্যন্ত রাস্তা নির্মাণকাজ বন্ধ করে দেওয়ায় বন বিভাগের কর্মকর্তাদের উপর ক্ষুব্ধ গ্রামবাসীরা ।
বন বিভাগের কর্মকর্তাদের ঘেরাও করে রাস্তা অবরোধ করে রাস্তা নির্মাণকাজ শুরু করার জন্য জোর দেন। তথ্য অনুযায়ী, রাস্তার কাজ প্রায় সম্পূর্ণ এবং কয়েক মিটার বাকি আছে। যা বন বিভাগের জমি। তাই বন বিভাগ কাজ বন্ধ করে দিয়েছে।ঘটনার খবর পেয়ে বারাবনি পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পরেও গ্রামবাসীরা রাজি হননি। অবশেষে বন বিভাগের কর্মকর্তারা রাস্তা নির্মাণকাজে রাজি হলে গ্রামবাসীরা রাস্তা থেকে সরে যান। প্রায় দীর্ঘক্ষণ এই রাস্তায় যান চলাচল ব্যাহত থাকে।
গ্রামবাসীরা জানান, গ্রামের শিশুরা উক্ত রাস্তা দিয়ে স্কুলে যায় এবং রাস্তার খারাপ অবস্থার কারণে অনেক সময় শিশুরা দুর্ঘটনার শিকার হয়েছে। অনেক অভিযোগের পর, রাস্তা তৈরির কাজ শুরু করা হচ্ছে, কিন্তু বনবিভাগের আধিকারিকেরা কাজ বন্ধ করতে এলে আমরা প্রতিবাদ করছি।
এই বিষয়ে রূপনারায়ণপুর রেঞ্জ অফিসার বলেন, আমরা রাস্তা নির্মাণের কাজ বন্ধ করছি না, আমরা ঐ এলাকার পরিদর্শন করতে গিয়েছিলাম কারণ এটি বন বিভাগের এলাকা।