নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ২৫,ডিসেম্বর :: প্রায় ১৫০এর বেশি গাছ কেটে নষ্ট করল দুষ্কৃতীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালদার মানিকচকের মথুরাপুরের ধনরাজপাড়া গ্রামে।
ঘটনা সূত্রে জানা যায় স্থানীয় বাসিন্দা মনোজ মণ্ডল শখ করে জমিতে কয়েক মাস আগে সেগুন গাছ লাগিয়েছিলেন।গতকাল মনোজ মণ্ডল জানতে পারে কেউ বা কারা ধারালো অস্ত্র দিয়ে সমস্ত গাছ কেটে ফেলেছে।
পীড়িত মনোজ মন্ডল :: নিজস্ব চিত্র
ঘটনায় তড়িঘড়ি মানিকচক থানায় লিখিত অভিযোগ করেছেন মনোজ বাবু। কি কারণে এই ঘটনা কারা কাটল গাছ এই নিয়ে ব্যাপক চিন্তায় রয়েছে এলাকার মানুষজন। বিগত দিনেও এরকম ঘটনা ঘটেছে এলাকায় গাছ কাটা। প্রায় এক লক্ষ টাকা খরচ করে এই সেগুন গাছগুলো লাগানো হয়েছিল।
ঘটনায় সুবিচার চেয়ে পুলিশের দারস্ত হয়েছেন তিনি। মনোজ মণ্ডল জানায় কারো সঙ্গে কোন শত্রুতা নেই কিন্তু কেন আমার এই সমস্ত গাছ কেটে ফেলা হলো কিছু বুঝে উঠতে পারছি না। পুলিশের কাছে ন্যায্য বিচারের দাবি জানিয়েছে লিখিতভাবে অবিলম্বে এই দুষ্কৃতিদের গ্রেপ্তার করা হোক।
অন্যদিকে মানিকচক থানার পুলিশ ফোনে জানিয়েছে ঘটনার লিখিত অভিযোগ জমা পড়েছে পুলিশ তদন্ত করে বিষয়টি দেখছে।