প্রায় ১৫ মাস পর হাবড়াতে আসলেন হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাবড়া :: রবিবার ৯,ফেব্রুয়ারি :: দুর্নীতির অভিযোগে প্রায় ১৪ মাস জেলবন্দী ছিলেন হাবড়ার বিধায়ক।তার পর কেটে গেছে এক মাস। শারীরিক অসুস্থতার জন্য তিনি হাবরাতে আসতে পারেননি অবশেষে রবিবার সকালে প্রথমে হাবড়া বদর পার্টি অফিসে যায় সেখানে গিয়ে কর্মীদের সাথে দেখা করে

পরবর্তীতে হাবড়া ২ নম্বর রেলগেট থেকে পায়ে হেঁটে যশোর রোড ধরে পৌঁছালেন হাবড়া পুরসভায়। রয়েছে দিনভর আরো অনেক কর্মসূচি। দলীয় সংগঠনের আয়োজনে একাধিক পিকনিক স্পটেও যাবেন তিনি ।

হাবড়া পুরসভায় সাংবাদিক বৈঠক করে এলাকার ডেভেলপমেন্টের আটকে থাকা কাজ করবেন বলেও জানান।শারীরিক অবস্থা তার ভালো আছে উন্নয়নের কাজ করতে চান এছাড়াও অভিষেক এবং মুখ্যমন্ত্রীর সাথে তার কথা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =