নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রানিগঞ্জ :: শনিবার ২২,জুলাই :: প্রায় ২৪দিন হয়ে গেলো ইসিএল এর শাকতোড়িয়া মুখ্যদপ্তরের সামনে চলছে অবস্থান বিক্ষোভ।দাবি ৬৫ জন্য গাড়ির মালিক ও চালকদের কে কতৃপক্ষ সরিয়ে দিয়ে নতুন টেন্ডারের মাধ্যম দিয়ে নতুন করে গাড়ি নেয়ার ব্যবস্থা করছে।
ফলে ৬৫জন গাড়ির চালক ও মালিক অসুবিধার সম্মুখীন হয়।দাবি করেন নতুন টেন্ডার করে পুরোনো গাড়ি মালিকদের কাছ থেকে গাড়ি নিয়োগ প্রক্রিয়া করতে হবে।এই অবস্থান বিক্ষোভ চলাকালীন দিনকয়েক আগে এই মঞ্চে আসেন তৃনমুল কংগ্রেস জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ও জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং ।
ইসিএল কতৃপক্ষর সাথে কথা বলে এবং তাঁদের দাবি জানান। কিন্তু গত কাল স্থানীয় ব্যাবসায়ী কল্লোল মুখার্জি ৫টি নতুন গাড়ি কতৃপক্ষকে দেওয়ার জন্য আনে তাতে আরো ক্ষোভের সৃষ্টি হয় । বিক্ষোভ কারী ৬৫জন গাড়ির মালিক ও চালকরা |
তাই আজকে ব্যাবসায়ী কল্লোল মুখার্জীর কুশপুত্তলিকা দাহ করে সাথে প্ল্যাকার্ডে লেখা চোর কল্লোল মুখার্জি।বিক্ষোভ কারীদের দাবি নতুন করে টেন্ডার করে গাড়ি পুরোনো মালিকদের কাছ থেকে নিয়োগ করতে হবে।