নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ২৯,মার্চ :: প্রায় ৩ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ দুই কারবারীকে গ্রেপ্তার করল এসটিএফ। ধৃতদের আজ পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফের একটি দল মালদা টাউন স্টেশন সংলগ্ন এলাকায় হানা দেয়। তথ্য অনুযায়ী দুই যুবকের হেফাজত থেকে উদ্ধার হয় ১ কেজি ইয়াবা ট্যাবলেট। গ্রেফতার করা হয় দুই যুবককে। ধৃতদের নাম লক্ষ্মীকান্ত রায় ও রামপ্রসাদ সরকার।
ধৃতদের বাড়ি মুর্শিদাবাদের গোদাগাড়ি এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, ধৃতরা উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট শিলচর থেকে মুর্শিদাবাদের দিকে নিয়ে যাচ্ছিল। সেখান থেকে তা বাংলাদেশে পাচারের ছক কষেছিল ধৃতরা। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ টাকা।