প্রায় ৪০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেন কর্মকর্তারা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ৪,নভেম্বর :: রাস উৎসবের প্রাক্কালে পূর্ব বর্ধমান জেলার নদনঘাট থানায় সাইবার ডেস্কের উদ্বোধন হল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার সায়ক দাস, অ্যাডিশনাল এসপি রাজিব কুমার, ডিএসপি ট্রাফিক সুমন দাস, এসডিপিও রাকেশ চৌধুরী এবং থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজসহ পুলিশ বিভাগের অন্যান্য কর্মকর্তারা।এই উপলক্ষে প্রায় ৪০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেন কর্মকর্তারা। নতুন সাইবার ডেস্কের মাধ্যমে অনলাইন প্রতারণা ও ডিজিটাল অপরাধ মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন এসপি সায়ক দাস।

তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তির যুগে সাইবার অপরাধ বেড়েছে, তাই নাগরিকদের সচেতনতার পাশাপাশি পুলিশের প্রযুক্তিগত দক্ষতাও বৃদ্ধি পাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + two =