প্রায় ৪০০ বিঘা জমি দখল করে বেআইনিভাবে এলাকার পাঁচটি ইটভাটা ব্যবসা চালাচ্ছে বলেই অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাদুড়িয়া :: বুধবার ২৭,নভেম্বর :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার বাদুড়িয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের চরগন পাড়ার ঘটনা। এই এলাকায় বেশ কিছু ইটভাটা রয়েছে যারা ইছামতির ডগ কেটে অবৈধভাবে বালি মাটি ঢোকানোর অভিযোগ উঠছিল। প্রায় ৪০০ বিঘা জমি দখল করে বেআইনিভাবে এলাকার পাঁচটি ইটভাটা ব্যবসা চালাতো বললেই অভিযোগ।

দীর্ঘ -১০ বছর ধরে বেআইনিভাবে ইছামতি নদীর পাড় দখল করে ডগ কেটে নদীর মাটি বালি তুলছিল। এর জন্য এক দিকে পরিবেশের ভারসাম্য নষ্ট অন্যদিকে অবৈজ্ঞানিক পদ্ধতিতে এই নদীর চর কেটে ভাটার কাজে লাগাচ্ছিল।

কিছুদিন আগে নবান্নের মুখ্যমন্ত্রী নির্দেশ” বেআইনি জমি উদ্ধার করতে হবে,সেই মত এবার বাদুড়িয়া ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর দখল করা সেই জমিতে সরকারী নিয়ম অনুযায়ী সাইনবোর্ড লাগিয়ে দিল।

বসিরহাট মহকুমা জুড়ে বেশ কিছু ইটভাটা রমরমে চালাচ্ছে সরকারি জমি দখল করে বেআইনিভাবে নদী থেকে কাঁচামাল সংগ্রহ করে প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তাদের ব্যবসা চালাচ্ছেন। যার ফলে একদিকে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে অন্যদিকে নদীর নাব্যতা হারাচ্ছে।

সমাজের বিশিষ্ট মানুষরা চাইছেন দ্রুত এই জমিগুলো চিহ্নিত করে উদ্ধার করা হোক। তা না হলে ইছামতি নদীর যে অবস্থা হচ্ছে দিন দিন তাতে করে বোঝাই যাচ্ছে আগামী দিন বসিরহাট শহর জলের তলায় চলে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =