নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বামনগোলা :: সোমবার ২১,জুলাই :: শ্রাবণ মাস প্রথম সোমবার পড়তেই ভক্তদের ভিড় বামনগোলা ব্লকের, নালাগোলা এলাকার শিবডাঙ্গি মন্দিরে। প্রায় ৫০০ বছরের পুরোনো এক বটবৃক্ষ মন্দিরটিকে ঘিরে রেখেছে। আজো সেই মন্দিরে নিষ্ঠার সাথে পুজিত হচ্ছে শিব লিঙ্গ।
কথিত আছে, এখানে শিবলিঙ্গ দিন দিন বাড়ছে। যে শিবলিঙ্গে জল ঢালতে, পুজো করতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন লক্ষ লক্ষ ভঙ্গ। এই মন্দির শিবডাঙ্গি মন্দির নামে পরিচিত। মালদা জেলার মন্দিরটি কয়েকশো বছরের প্রাচীন।
আজ শ্রাবনের প্রথম সোমবার পড়তেই সকাল থেকে ভক্তদের ভিড়, বসেছে বেশ বিভিন্ন দোকান, কমিটির পক্ষ থেকে রাখা হয়েছে ভলেন্টিয়ার, এবং বামন গোলা থানার পক্ষ থেকে রাখা হয়েছে বিশাল পুলিশ বাহিনী,