নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ২৯,জুলাই :: তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত এলাকায় এবার তৃণমূল সহ অন্যান্য দলের ভাঙন ধরালো বিজেপি। প্রায় ৫০ থেকে ৬০ জন তৃণমূল সহ অন্যান্য দল থেকে কর্মীরা বিজেপিতে করলেন যোগদান।
সোমবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ পুরাতন মালদার ৮ মাইল এলাকায় মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহার হাত ধরে এই কর্মী সমর্থকরা বিজেপিতে যোগদান করলেন।
ওই অন্যান্য দল থেকে আসা কর্মী সমর্থকরা বলেন আমরা তৃণমূলের সৈনিক ছিলাম এখন বিজেপিতে যোগদান করলাম বিজেপির উন্নয়ন দেখে আজ আমরা যোগদান করলাম।
এ বিষয়ে তৃণমূলের প্রতিক্রিয়ায় তৃণমূলের শ্রমিক সংগঠনে জেলা সভাপতি বিশ্বজিৎ হালদার এর বক্তব্য কেউ তৃণমূল ছেড়ে যায়নি।