নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তুফানগঞ্জ :: রবিবার ৯,জুলাই :: তৃণমূল কংগ্রেস প্রার্থীর শ্বশুরকে মারধর করে,হাত,পা মুখ বেঁধে রেখে জঙ্গলে ফেলে রাখার অভিযোগ উঠল বিজেপির দিকে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার বিজেপির।কোচবিহার জেলার তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের বলরামপুর ২ গ্রাম পঞ্চায়েতের পালপাড়া এলাকায় ৮/২৪৪ নং বুথের ঘটনা ।
গুরুতর অসুস্থ অবস্থায় গতকাল গভীর রাতে উদ্ধার করে ওই ব্যক্তিকে ভর্তি করা হয় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার নাম চণ্ডী পাল এ ব্যাপারে তৃণমূলের দাবি শনিবার সকাল থেকে ভোট চলছিল সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে কোনোরূপ অশান্তি হয়নি ওই বুথে।
এরপর ভোট শেষে সন্ধ্যায় সবাই বাড়ি চলে যায়। কিন্তু বুথ কেন্দ্রে ছিল তৃণমূল কংগ্রেস প্রার্থীর শ্বশুর চণ্ডী পাল ও অন্যান্য তৃণমূলের কর্মীরা। চণ্ডী পাল ও বাকি কর্মীরা যখন বাড়ি ফিরছিলেন সেই সময় তাদের উপর একদল বিজেপি কর্মী সমর্থক লাঠি সোটা নিয়ে অতর্কিত হামলা চালায়।
পরবর্তীতে চন্ডী পালকে মারধর করে হাত,পা,বেঁধ জঙ্গলে ফেলে রেখে দিয়ে চলে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাকে স্থানীয় একটি মন্দিরের পেছনে জঙ্গলে হাত-পা ও মুখ বাধা অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়।
এরপরে শনিবার গভীর রাতে তাকে নিয়ে আসে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে বর্তমানে তিনি তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।