সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ ::বারুইপুর :: পৌর নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী বাছাই নিয়ে তৃণমূল কংগ্রেসের সোনারপুর রাজপুর পৌরসভায় ভাঙ্গন অব্যাহত। ৮ নম্বর ওয়ার্ডে টিকিট না পেয়ে নির্দল হিসাবে কার্তিক বিশ্বাসের প্রার্থী হওয়ার পর এবার টিকিট না পেয়ে নিজেকে নির্দল হিসাবে ঘোষণা করলেন ২৪ নম্বর ওয়ার্ডের সভাপতি উত্তম দাস। এই ওয়ার্ডেই নির্দল হিসাবে তিনি প্রার্থী ।
তার অভিযোগ তৃণমূল প্রার্থী রাজিব পুরোহিত এই ওয়ার্ডে বিগত পাঁচ বছর ধরে কাউন্সিলর ছিলেন ওয়ার্ডের কোন উন্নয়ন তিনি করেননি বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপি করেছেন অথচ তাকেই প্রার্থী করেছে দল। দলের কর্মীদের নিয়ে গতকাল তিনি দল ছেড়ে নির্দল হলেন।
বিষয়টি নিয়ে গুরুত্ব দিতে রাজি নন ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রাজিব পুরোহিত। তিনি বলেন সভাপতি নিজেই দল বিরোধী কাজ করছেন, সাধারণ তৃণমূল কর্মীরা তাঁর সাথে আছেন। এই ওয়ার্ডে তারা জয় হবে নিশ্চিত।
অন্যদিকে ৩৫ নম্বর ওয়ার্ডেও প্রার্থী বদলের দাবিতে তৃণমূল কর্মী সমর্থকদের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। টাকা নিয়ে টিকিট করে দেওয়ার অভিযোগ সোনারপুর উত্তর বিধানসভার বিধায়কের বিরুদ্ধে।