প্রায় চল্লিশ বছর আগে শিলিগুড়ি দেখেছিল এক অন্য লতাজীকে !

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: প্রায় চল্লিশ বছর আগে অর্থাত ১৯৮৫ সালের ২৭ মার্চ শিলিগুড়ি হিন্দি হাই স্কুলে লতা মঙ্গেশকরের গান শুনেছিল শিলিগুড়ি । সেদিন সেই লতাজীর গানে মন্ত্রমুগ্ধ জনতা আজ তাঁর প্রয়ানে বাকরুদ্ধ ।লতাজী ছিলেন আপাদমস্তক পেশাদার কিন্তু তাঁর মানবিক দিকটাও উঠে এসেছিল সেদিনের শিলিগুড়ির অনুষ্ট্নানের এক বিপর্যয়ের মধ্য দিয়ে ।

সেদিন সন্ধ্যার পর অনুষ্ঠান শুরু হওয়ার সাথে সাথে বৃষ্টি নামে। লতাজি সবে একটি গান করেছেন, তারপর থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। বাধ্য হয়ে অনুষ্ঠান বন্ধ করে দেন প্রযোজকেরা। তাদের মাথায় চিন্তার পাহাড় নেমে আসে। লতাজি তখন কল্পতরুর ভূমিকা নিয়েছিলেন। তিনি প্রযোজকদের বলেছিলেন আরেকদিন অনুষ্ঠানের আয়োজন করতে।

কিশোর কুমার ও তাঁর কথায় সম্মতি জানিয়েছিলেন। এক দিন বাদে ২৯ মার্চ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন উদ্যোক্তারা। তাঁর মহানুভবতা ফেরেনি শিলিগুড়ির সঙ্গীত প্রিয়  মানুষকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 2 =