নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: প্রায় তেরো বছর পর হুগলী- চুচুঁড়া সিটিজেন ফোরামেরে দাবি পূরণ হলো । ২০০৯ সালে শ্রীঅরবিন্দানুরাগীরা এই দাবী সরকারের পূর্ত বিভাগে দরবার সুরু করে। এই দাবী পূরণ হলো ১৩ বছর পরে রাজ্যের অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপে ছাড়পত্র পেলো।
প্রোমোটিংয়ের সৌজন্যে নতুন বাড়ী হয়ে ওঠায় এই জায়গায় শ্রীঅরবিন্দ চরণতীর্থ গড়ে ওঠে। আর এই বাড়ী সংলগ্ন রাস্তাটির নাম ছিল ব্যারাক রোড।
এই ব্যারাক রোডের নাম শ্রীঅরবিন্দকে স্মরণ করে তাঁরই নামে রাস্তাটি নামকরণ করার দাবী তোলে হুগলী- চুচুঁড়া সিটিজেন ফোরাম, চুচুড়া।বিধান সভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপে স্বপ্ন পূরণ হলো ।