নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: বুধবার ০৬,ডিসেম্বর :: প্রিন্সিপাল চোর এমন পোস্টার ঘিরে উত্তাল বুধবার বর্ধমানের মেমারি । পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি কলেজের প্রিন্সিপাল দেবাশীষ চক্রবর্তী চোর এমনই পোস্টার রয়েছে দেওয়ালে। অভিযোগ মেমারি উৎসবের জন্য মেমারি পৌরসভার কাছ থেকে মাঠ দেওয়ার জন্য দেড় লক্ষ টাকা ঘুষ দাবি করছে প্রিন্সিপাল দেবাশীষ চক্রবর্তী।
পোস্টারের নিচে লেখা মেমারিবাসী। পোস্টারে আরো লেখা, প্রিন্সিপাল দেবাশীষ চক্রবর্তী নাকি পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ তার কারণে দেবাশীষ চক্রবর্তীর মেয়ে ও জামাইকে স্বাস্থ্য দপ্তরের চাকরি দেয়া হয়েছে গোটা ঘটনা সিবিআই তদন্তের দাবী করা হয়েছে ওই পোস্টারে। পোস্টার ঘিরে চাঞ্চল্য মেমারি এলাকায়। গোটা ঘটনার কথা স্বীকার করেছেন মেমারি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত।
তিনি বলেন গতবারও হেনস্থা করা হয়েছিল এবং ৬০০০০ টাকা দাবি করা হয়েছিল এবছর আবার দেড় লক্ষ টাকা দাবী করা হচ্ছে। তিনি আরো বলেন প্রিন্সিপাল তৃণমূল পরিচালিত মেমারি পৌরসভাকে কি করে অপদস্ত করা হয় তার চক্রান্ত করছেন । এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বিধায়কের কাছে অনুরোধ করা হয়েছে।যদিও পুরো ঘটনা প্রসঙ্গে মুখ খুলতে চাননি মেমারি কলেজের প্রিন্সিপাল।