নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: প্রেমের সম্পর্কের রাজি না হওয়ায় বান্ধবীকে খুনের চেষ্টা। নিজেই থানায় গিয়ে দোষ স্বীকার করলো এক যুবক। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত রায়না থানার শ্যামসুন্দর কলেজে। জানা গিয়েছে যে, বছর তিনেক ধরে বন্ধুত্ব ছিল খালিকুজ্জামান মজুমদার এবং ওই যুবতীর মধ্যে।বন্ধুত্বের সম্পর্ক থাকলেও মেয়েটিকে নাকি মনে মনে ভালোবাসতো ওই যুবক। সম্প্রতি মেয়েটির বিয়ে ঠিক হয়ে যাওয়ার খবর জানতে পেরেই তাকে কলেজের একটি ঘরে একা ডেকে নিয়ে গিয়ে নিজের মনের কথা জানায় খালিকুজ্জমান।
কিন্তু প্রেমের আবেদনে সাড়া দেয়নি ওই যুবতী। ফলস্বরূপ প্রচন্ড রেগে গিয়ে ওই যুবক মেয়েটিকে শ্বাসরোধ করে খুন করার চেষ্টা করে।
শ্বাসরোধের কারণে মেয়েটি জ্ঞান হারায় এবং তার নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। মেয়েটি মারা গিয়েছে ভেবে সেখান থেকে সোজা থানায় যায় অভিযুক্ত যুবক খালিকুজ্জমান। সেখানে গিয়ে নিজের দোষ কবুল করে সে।
ইতিমধ্যে মেয়েটিকে সেখান থেকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেয়েটির লিখিত অভিযোগের ভিত্তিতে ছেলেটি কে গ্রেফতার করে শনিবার বর্ধমান জেলা আদালতে পাঠিয়েছে রায়না থানার পুলিশ