নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: বৃহস্পতিবার ২৪,জুলাই :: বসিরহাট মহাকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ থানার পুকুরিয়া ট্যাংরাপাড়ার হিঙ্গলগঞ্জ মহাবিদ্যলয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী রিমি মন্ডলের সঙ্গে হিঙ্গলগঞ্জের লেবুখালীর এক যুবক মানস মন্ডলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল।
সেই সম্পর্কের পর ওই যুবকের সঙ্গে একাধিকবার একাধিক জায়গায় দেখাশুনো কথাবার্তা হয়।তারপর হঠাৎই এই ছাত্রী তার বাড়ির ঘরে জানালায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
ছাত্রীর পরিবারের দাবি মানস মণ্ডলের সঙ্গে গত এক বছর আগে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে, মাঝে মাঝে ফোন করে বিরক্ত করতো মানস ও বিভিন্ন রকম ভাবে চাপ দিতো তাকে।
তাই পরিবারের দাবি মানস মন্ডলের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবী করছেন।এ বিষয়ে হিঙ্গলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতের পরিবার। মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে হিঙ্গলগঞ্জ থানায় পুলিশ।
এই ঘটনায় পরিবারের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রাম জুড়ে। গ্রামবাসীরা জানাচ্ছেন মৃত ছাত্রী গ্রামের মেধাবী ছাত্রী হিসাবে পরিচিত ছিলেন। খেলাধুলার থেকে শুরু করে একাধিক কাজে তার উৎসাহ ছিল, তাই গ্রামের মানুষ এই মৃত্যুর সত্য উদঘাটন হোক সেটাই চাইছে।