প্রেমে বাধা হয়ে দাঁড়ানোই কাল হলো কিশোরীর শিক্ষক বাবার। স্কুলে যাওয়ার পথে আচমকা কাটারি হাতে ঝাঁপিয়ে পড়ে প্রেমিক যুবক।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভগবানপুর :: মঙ্গলবার ২৬,আগস্ট :: প্রেমে বাধা হয়ে দাঁড়ানোই কাল হলো কিশোরীর শিক্ষক বাবার। স্কুলে যাওয়ার পথে আচমকা কাটারি হাতে ঝাঁপিয়ে পড়ে প্রেমিক যুবক। মুহূর্তে কব্জি থেকে হাত বিচ্ছিন্ন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন শিক্ষক গোকুলচন্দ্র মুড়া।

আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ভগবানপুর হাসপাতালে, পরে চিকিৎসকের পরামর্শে বিচ্ছিন্ন হাতসহ নিয়ে যাওয়া হয় কলকাতার পিজি তে।

ঘটনাটি ঘটেছে ভগবানপুর থানার দক্ষিণ ফুলবাড়িয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবকের নাম নন্দ মুড়া। তিনি ওই কিশোরীর প্রতিবেশী। বেশ কিছুদিন ধরেই নাবালিকা মেয়েটিকে বিয়ে করার চেষ্টা চালাচ্ছিল বলে অভিযোগ।

এমনকি মেয়েকে নিয়ে পালানোর ঘটনাও ঘটেছিল একাধিকবার। পরিশেষে নাবালিকাকে ফুসলে নিয়ে পালিয়ে বিয়ে করারও অভিযোগ ওঠে।

যদিও কিশোরী এখন সাবালিকা হয়েছেন  যা পুলিশ সূত্রে জানা গেছে। সেই সূত্রেই ভগবানপুর থানায় একাধিকবার অভিযোগ দায়ের করেন শিক্ষক গোকুলচন্দ্র মুড়া। দু’দুবার গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন হাজতবাস করতে হয় নন্দ মুড়াকে। নাবালিকার সঙ্গে সম্পর্কের জেরে তাঁর বিরুদ্ধে পকসো মামলাও দায়ের হয়েছিল।

পুলিশ সূত্রে খবর, সেই প্রতিশোধের রাগ থেকেই জামিনে মুক্তি পেয়ে সোমবার সকালে গোকুলচন্দ্রের উপর প্রাণঘাতী হামলা চালায় নন্দ, এমনটাই অভিযোগ। গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষককে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতায়।

এলাকায় ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালেও স্থানীয়রা মুখ খুলতে চাইছেন না। ভগবানপুর থানার পুলিশ অভিযুক্ত নন্দ মুড়ার খোঁজে তল্লাশি চালাচ্ছে। তবে এই বিষয়ে কেউ মুখ খুলতে রাজি হয়নি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 5 =