নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বৃহস্পতিবার ২১,সেপ্টেম্বর :: গৌড়ীয় বৈষ্ণবধর্মের আধ্যাত্মিক সংস্কারক, ঊনবিংশ ও বিংশ শতাব্দীর ভারতীয় হিন্দু দার্শনিক, সাধক ও ধর্মগুরু কেদারনাথ দত্ত ভক্তি বিনোদ ঠাকুর(১৮৩৮-১৯১৪) তাঁর জন্মস্থান নদীয়া জেলার বীরনগরের গ্রামীণ স্কুলে প্রাথমিক লেখাপড়ার পাঠ শেষ করে কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন।
পরে যার নাম পরিবর্তনে হয় প্রেসিডেন্সি কলেজ এবং বর্তমানে যেটি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নামে পরিচিত |এবার সেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েই ভক্তিবিনোদ ঠাকুরের স্মারক ছাত্র বৃত্তি চালু হচ্ছে।
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে এক অনুষ্ঠানে ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টারের পক্ষ থেকে এই এনডাওমেন্ট বা ছাত্র বৃত্তির চেক তুলে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপিকা ডক্টর সুহৃতা সাহার হাতে। উপস্থিত ছিলেন সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর উপল চক্রবর্তী, অধ্যাপিকা ডক্টর সুকন্যা সর্বাধিকারী ও বেলুড় বিদ্যমন্দিরের ইতিহাসের অধ্যাপক ডক্টর শান্তনু দে।