প্রয়াগরাজে তৃনমূল এর পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

ব্যুরো নিউজ  :: সংবাদ প্রবাহ ::নয়াদিল্লি  :: শনিবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজে একই পরিবারের পাঁচজনের খুনের ঘটনা প্রকাশ্যে আসতেই দেশজুড়ে চাঞ্চল্য শুরু হয়েছে। অভিযোগ এক প্রৌঢ় দম্পতি, তাঁদের মেয়ে, পুত্রবধূ ও দু’বছরের নাতনিকে কুপিয়ে খুন করে পালিয়ে যায় দুষ্কৃতীরা।এই ঘটনাকে হাতিয়ার করে যোগীর রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সরব হয় তৃণমূল। এরাজ্যের একাধিক মন্ত্রী থেকে তৃণমূলের বহু নেতা সোশ্যাল মিডিয়ায় প্রয়াগরাজের ঘটনা নিয়ে সরব হয়। ঘাসফুল শিবিরের তরফে প্রয়াগরাজে পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিও পাঠানো হয়।

প্রয়াগরাজে গিয়ে আক্রান্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তৃণমূলের প্রতিনিধিদল। মৃতদের পরিবারের সদস্যরাই তৃণমূল প্রতিনিধিদের জানান, পুড়িয়ে দেওয়ার আগে মহিলাদের ধর্ষণ এবং মারধর করে দুষ্কৃতীরা। তৃণমূলের প্রতিনিধিদের কাছে পেয়ে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়তেও দেখা যায় মৃতদের পরিবারের সদস্যদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + twenty =