নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: শুক্রবার ১০,অক্টোবর :: সাম্প্রতিক বন্যায় জনপদের পাশাপাশি কাদা পোলি মাটিতে ঢেকেছে বনাঞ্চল , জলের তোরে ভেসে গিয়ে বাসস্থান হারিয়ে এই মুহূর্তে দিশেহারা বন্যপ্রাণ,মৃত্যু হয়েছে গণ্ডার থেকে অন্যান্য বন্য প্রাণীদের।
কর্দমাক্ত জমির নিচে চাপা পড়েছে খাদ্য ভান্ডার। অগত্যা লোকালয় মুখী হচ্ছে বুনোরা। শুক্রবার সেই বুনো শুয়োরের আক্রমণের ঘটনা ঘটেছে জলপাইগুড়ি জেলার ঝার আলতা এক নং গ্রাম পঞ্চায়েতের পূর্ব ডাউকিমারি এলাকায়।স্থানীয় সূত্রে খবর, সকালে গ্রামে ঢুকে পড়ে বুনো শুয়োর একে একে তিন জনকে আক্রমন করে রক্তাক্ত করে। আতঙ্ক ছড়িয়ে পরে গ্রাম জুড়ে। বর্তমানে আহতদের ধুপগুড়ি মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে।
এদিকে ধুপগুড়ি ব্লকের ঝাড় আলতা ২ নং গ্রাম পঞ্চায়েতের খট্টিমারি এলাকায় কৃষি জমিতে কাজ করার সময় বন্য প্রাণীর আঘাতে জখম মোট চারজন। স্থানীয় এক যুবক তার নিজস্ব গাড়িতে করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গিয়ে তার চিকিৎসা চলছে।।