নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ফারাক্কা :: সোমবার ০৪,ডিসেম্বর :: একটি বালি বোঝাই ট্রাকের সঙ্গে আপ রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ফরাক্কায়। আতঙ্কিত হয়ে পড়ে রেল যাত্রীরা। যদিও চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন যাত্রীরা। ঘটনার জেরে দীর্ঘক্ষণ মুর্শিদাবাদের ফরাক্কার কাছে বল্লারপুরে আটকে থাকে রাধিকাপুর এক্সপ্রেস৷

ট্রেন থামাতে জরুরি ব্রেক কষেন চালক৷ তা সত্ত্বেও লরিটিকে গিয়ে ধাক্কা মারে ট্রেনের ইঞ্জিন৷ সংঘর্ষের জেরে সঙ্গে সঙ্গে ইঞ্জিনে আগুন লেগে যায়৷ লাইন থেকে নেমে যায় ইঞ্জিনের চারটি চাকা৷ সোমবার সকাল থেকেই রেল লাইনের উপর থেকে লরিটি সরানোর কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই লরিটিকে সরানো হয়েছে। খুব দ্রুত শুরু হবে ট্রেন চলাচল। ঘটনাস্থলে রয়েছে রেল দপ্তরের উচ্চতম পদ আধিকারীরা।