নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ফলতা :: সোমবার ১৭,মার্চ :: রবিবার রাতে ফলতার বিশেষ অর্থনৈতিক অঞ্চলে একটি কোম্পানিতে হঠাৎই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ছটি ইঞ্জিন।
স্থানীয় সূত্রে জানা যায়, ফলতা থানার অন্তর্গত ফলতা সেক্টর ২ এলাকার প্লাটন নামে একটি কোম্পানিতে হঠাৎই আগুন দেখতে পায় স্থানীয়রা।
আগুন দেখে স্থানীয়রা তড়িঘড়ি খবর দেয় দমকলকে ফলতা দমকল থেকে দমকলের ২টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণ করার জন্য ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু ওই কোম্পানিতে অত্যন্ত দাহ্য বস্তু মজুত থাকার কারণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।
এরপর আগুন নিয়ন্ত্রণ করার জন্য ডায়মন্ড হারবার দমকল বিভাগ থেকে পরবর্তী সময়ে আরো দুটি ইঞ্জিন আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে পৌঁছায়।
কিন্তু বেশ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে না আসলে বেহালা থেকেও দুটি ইঞ্জিন আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে পৌঁছায় এবং বেশ কয়েক ঘন্টার প্রচেষ্টায় যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালায় দমকল কর্মীরা।
মূলত কি কারনে এমন বিধ্বংসী অগ্নিকাণ্ডের মতন ঘটনা ঘটলো তার ইতিমধ্যে তদন্ত শুরু করেছে দমকল আধিকারিকেরা।