নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: সোমবার ১৮,ডিসেম্বর :: দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার এবিএল জঙ্গলে ভুল বুঝিয়ে নিয়ে গিয়ে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ দুই প্রতিবেশীর বিরুদ্ধে। ধর্ষণের মামলা রুজু করে প্রবীর পাল, মনোজ মল্লিক নামের দুই-প্রতিবেশীকে গ্রেফতার করে আজ তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে।
রবিবার দুপুরে দুর্গাপুরের কোকওভেন থানার সগড়ভাঙা গ্রামের এক মুখ ও বধির তরুণী অন্যান্য দিনের মতো সগড়ভাঙা বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বাড়িতে পরিচারিকার কাজে গিয়েছিলেন। পরিবারের লোকজনের অভিযোগ, বিকেলে বাড়ি ফেরার সময় দুই প্রতিবেশী যুবক জোর করে সাইকেলে চাপিয়ে তাঁদের মুখ ও বধির মেয়েকে নিউ টাউনশিপ থানার এবিএল জঙ্গলে নিয়ে যায়।

দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় দুই প্রতিবেশী যুবক মনোজ মল্লিক ও প্রবীর পালের বিরুদ্ধে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় ধর্ষণের মামলা রুজু করা হয়। পুলিশ ওই মুখ ও বধির যুবতীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে।