ফারাক্কায় দুর্ঘটনার কবলে দশম শ্রেণীর স্কুল পড়ুয়া।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ফারাক্কা :: শনিবার ৮,ফেব্রুয়ারি :: মর্মান্তিক ঘটনা ঘটেছে শনিবার সকাল নাগাদ মুর্শিদাবাদ জেলার ফারাক্কার অর্জুনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা যায়, প্রতিদিনের মতো টিউশন পড়ে বাড়ি ফিরছিল অর্জুনপুর হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী আয়েশা সিদ্দিকা । তার বাড়ি ফারাক্কার শিবনগর এলাকায়।

বাড়ি ফেরার পথে রাস্তায় একটি ট্রাক্টরের সাথে দুর্ঘটনা ঘটে। তার পরেই তাকে গুরুতর জখম অবস্থায় পার্শ্ববর্তী অর্জুনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।। তার অবস্থা আশঙ্কজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পরে অন্যত্রে স্থানান্তর করা হয়।।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফারাক্কা থানার পুলিশ ও স্থানীয় জেলা পরিষদের সদস্য মহসীনা খাতুনের প্রতিনিধি মাস্টার সহিদুল আলম ও তাঁর দলবল এবং পরিবারের লোকজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =