নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ফারাক্কা :: শনিবার ১৫,ফেব্রুয়ারি :: ফারাক্কার সাঁকোপারা হল্ট স্টেশনে ট্রেন অবরুদ্ধ করে দিলো এলাকাবাসি। কাটিহার এক্সপ্রেস ট্রেনের স্টপেজ সহ নানাবিধ দাবিতে শুক্রবার প্রায় ঘন্টাখানেক ধরে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে মালদা গামী মালবাহী ট্রেন এবং জঙ্গিপুর গামী একটি প্যাসেঞ্জার ট্রেন।
ফারাক্কা রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে এই রেল অবরোধ কর্মসূচিতে প্রচুর মানুষের সমাগম হয়। ট্রেন অবরুদ্ধ করে দেওয়ার পাশাপশি দফায় দফায় স্লোগান চলে। রেল অবরোধ রুখতে প্রচুর রেল পুলিশ এবং নিরাপত্তা প্রদান করা হয়।
ঘটনাস্থলে পৌঁছান মালদা ডিভিশনের এডিআরএম শিবকুমার প্রসাদ। গ্রামবাসীদের দীর্ঘক্ষন ট্রেন অবরোধের পর অবশেষে এক মাসের মধ্যে কাঠিহার এক্সপ্রেস এর ট্রেনের স্টপেজের আশ্বাস দেওয়া হয়। তারপরেই অবরোধ তুলে নেওয়া হয়। যদিও এক মাসের মধ্যেই দাবি পূরণ না হলে ফের বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন এলাকাবাসি।ট্রেন অবরোধ ঘিরে ব্যাপক সোরগোল সৃষ্টি হয়।