নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ফারাক্কা :: শুক্রবার ২৮,ফেব্রুয়ারি :: মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজ সরকারি আবাসন সংলগ্ন পাঁচ নম্বর রাস্তায় এক সদ্যোজাত মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বৃহস্পতিবার সকাল সকাল।
ফরাক্কা ব্যারেজে এত নিরাপত্তার মধ্যে সিআইএসএফ পুলিশ প্রশাসন যথেষ্ট ভাবে তৎপর সেই জায়গায় এইরকম অসামাজিক কাজ কি করে সম্ভব এই নিয়ে উঠছে প্রশ্ন।
রাউন্ডে থাকার সি আই সি এফ জওয়ানদের নজরে পড়ে চার নম্বর ব্লকে রাস্তার ধারে এক সদ্যোজাত শিশুর মৃত্যু দেহ পড়ে রয়েছে। সাথে সাথে তারা কন্ট্রোল রুম ও ফারাক্কা থানার পুলিশকে খবর দেয়। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় ফারাক্কা থানার পুলিশ।
পুলিশ এসে ওই সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। জনবসতি এলাকায় এইরকম কিভাবে ঘটনা ঘটলো কোথা থেকে এই সদ্যোজাত শিশুটির দেহ আসলো তা তদন্ত করে দেখার কথা জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।