নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ফারাক্কা :: মঙ্গলবার ২২,আগস্ট :: ফারাক্কা ব্রিজের রেলিং ভেঙে ডাউন রেললাইনে সামনে ১৪ চাকার ট্রাক চলে আসলে হঠাৎই মাল গাড়ি ধাক্কা মারে । সূত্রে জানা যাচ্ছে মঙ্গলবার মালদা থেকে ফারাক্কার দিকে চৌদ্দ চাকা লরি যাওয়ার সময় গাড়ির চালক নিয়ন্ত্রণ না রাখতে পেরে ব্রিজের রেলিংয়ের রেলিং ভেঙে ডাউন রেললাইনের সামনে চলে আসে ।
তখনই মালদা থেকে ফারাক্কার দিকে একটি মালগাড়ি যাচ্ছিল ফারাক্কা ব্রিজের উপর দিয়ে তখনই মালগাড়ির ইঞ্জিন সামনে চলে আসা ১৪ চাকার লরি টিকে ধাক্কা মারে এবং তার পরপর মাল গাড়ি ছটি বগি ঘেশে চলে যায় ।
মাল গাড়ির চালক সাথে সাথেই এমার্জেন্সি ব্রেক করে দাঁড়িয়ে যায় ডাউন রেল লাইনের উপরে মাল গাড়িটি। ঘটনাস্থলে পৌঁছায় সিআইএসএফ ও পুলিশকর্তারা কিছুক্ষণ রেল ডাউন রেল লাইনে রেল চলাচল বন্ধ রাখে পাশাপাশি ফারাক্কা ব্রিজের উপরে তীব্র যানজটের সৃষ্টি হয়।
তারপর লরিটিকে রেললাইনের ধার থেকে ক্রেনের মাধ্যমে সরিয়ে আনা হয় তারপর রেল চলাচল ডাউন রেল লাইনের দিয়ে স্বাভাবিক হয়। এই ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ