ফারাক্কা-লালমাটিয়া এমজিআর রেললাইনে ফের বড় ধরনের রেল দুর্ঘটনা ঘটে ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সাহেবগঞ্জ :: বুধবার ২,এপ্রিল :: সাহেবগঞ্জ জেলার বারহেত থানা এলাকায় অবস্থিত ফারাক্কা-লালমাটিয়া এমজিআর রেললাইনে ফের বড় ধরনের রেল দুর্ঘটনা ঘটে । ফারাক্কা এনটিপিসি থেকে আসা খালি পণ্য ট্রেনটি বারহেত এমটি-র কাছে লুপ লাইনে দাঁড়িয়ে ছিল।

যখন লালমাটিয়া থেকে কয়লা বোঝাই থ্রু-পাস পণ্য ট্রেনটি মূল লাইনের পরিবর্তে লুপ লাইনে নিয়ামক দ্বারা সংকেত দেওয়া হয়েছিল। এরপর দুটি পণ্যবাহী ট্রেনের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় দুই রেলকর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

একজন ঝাড়খণ্ডের বোকারো জেলার বাসিন্দা বলা হলেও অন্যজন পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গেছে। এছাড়াও এই ঘটনায় ৬ জন রেলকর্মী আহত হয়েছেন, যাদেরকে বারহেত কেন্দ্রে তাৎক্ষণিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য উচ্চতর কেন্দ্রে রেফার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 8 =