নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ১৭,সেপ্টেম্বর :: ফার্টিলাইজার কন্ট্রোল প্রশিক্ষণ দেওয়া হল কৃষি দপ্তরের আধিকারিকদের। রায়গঞ্জ জোনের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার মোট ৫০ জন কৃষি দপ্তরের আধিকারিকদের এই বিশেষ প্রশিক্ষণ দেয়া হলো। কল্যাণী রিজিওনাল ফার্টিলাইজার কন্ট্রোল ল্যাবরেটরির পক্ষ থেকে এই বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় মালদা জেলা কৃষি দপ্তরে।
রাজ্যে এই প্রথম ফার্টিলাইজার কন্ট্রোল প্রশিক্ষণ দেওয়া হলো ব্লক স্তরের কৃষি দপ্তরের কর্তাদের। এই প্রশিক্ষণ নেওয়ার ফলে কৃষি দপ্তরের আধিকারিকেরা বিভিন্ন সারের দোকানগুলিতে সঠিক তদন্ত পর্যবেক্ষণ ও বিভিন্ন ক্ষেত্রে তদারকি করতে পারবেন। এতদিন এই প্রশিক্ষণ কৃষি দপ্তরের কর্তাদের ছিল না। ফলে বিভিন্ন সময় সারের দোকানগুলিতে ভিজিট করলেও সঠিক ব্যবস্থা গ্রহণ করতে সমস্যা হতো।
এবার থেকে কৃষি দপ্তরের এই সমস্ত আধিকারিকেরা সঠিক পদ্ধতিতে সারের দোকানের তদন্ত সারের গুণগত মান যাচাই সহ বিভিন্ন বিষয়গুলি দেখতে পারবেন। আগামীতেও এই ধরনের প্রশিক্ষণ রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে দেওয়া হবে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে।