নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাদারিহাট :: শনিবার ২১,ডিসেম্বর :: রাতের অন্ধকারে জলদাপাড়া ডিভিশনের মাদারিহাট রেঞ্জের দক্ষিণ খয়েরবাড়ি বনজঙ্গল থেকে বেরিয়ে দুটি হাতি হানা দেয় ফালাকাটার দক্ষিণ দেওগাঁও এলাকায়।হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয় দুটি পরিবার।
এলাকার মজিবর রহমান ও আমেনা খাতুনের রান্নাঘর ক্ষতিগ্রস্ত করে বুনো হাতি দুটি ।তবে খবর পাওয়া মাত্র এলাকায় পৌঁছায় বনকর্মীরা।বনকর্মীদের তৎপরতায় জঙ্গলে ফেরানো হয় হাতি দুটিকে।ফলে বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা পায় পরিবার দুটি।
যদিও এরপরও ক্ষোভের মুখে পড়তে হয় বনকর্মীদের। সকালে এলাকা পরিদর্শনে যান দক্ষিণ খয়েরবাড়ির বিট অফিসার প্রকাশ সুব্বা।ক্ষতিগ্রস্ত পরিবার সরকারি নিয়মে ক্ষতিপূরণ পাবেন বলে জানান তিনি।