নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আলিপুর দুয়ার :: সোমবার ১৪,জুলাই :: ফালাকাটা থানার পুলিশ অভিযানে নেমে ড্রাগ বিক্রের অভিযোগে শুভঙ্কর ভৌমিক ও রঞ্জিত মোদক নামের দুইজনকে গ্রেফতার করলো। এনডিপিএস ধারায় মামলা করল ফালাকাটা থানার পুলিশ l
ফালাকাটা থানার আইসি অভিষেক ভট্টাচার্য বলেন, গোপন সূত্রের খবরের ভিত্তিতে প্রথমে একজনকে গ্রেফতার করা হয় এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে আরেকজনকে গ্রেফতার করা হয় এবং দুজনের বিরুদ্ধেই এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে l