নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ফালাকাটা :: বুধবার ১৫,জানুয়ারি :: হাতির হানা অব্যাহত ফালাকাটা ব্লকে। মঙ্গলবার ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানে গভীর রাতে হামলা চালিয়ে একটি দোকান এবং সাতটি ঘর ভাঙল হাতি। সাবাড় করে ঘরে মজুত খাদ্যদ্রব্য। নষ্ট করে আসবাবপত্র।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত প্রায় ১টা নাগাদ সংলগ্ন দলগাঁওয়ের জঙ্গল থেকে একটি হাতি বের হয়ে আসে তাসাটি চা বাগান এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ওই হাতিটি সংশ্লিষ্ট চা বাগানের জেঙ্গা লাইনের ১টি দোকান, ওই একই লাইনের প্রধান সান্তাল ও প্রধান মুন্ডার ঘরের একাংশ ভেঙে ফেলে।
পাশাপাশি ওই চা বাগানের পানু লাইনের প্রদীপ উরাও, কার্তিক উরাও,নির্মল উরাও, রামলাল উরাও,বিশুয়া উরাও ঘর ভেঙে তছনছ করে। ভোর রাত নাগাদ হাতিটি জঙ্গলে চলে যায়। এদিকে, যাবতীয় ক্ষতির ক্ষতিপূরণ দাবি করেছেন বাসিন্দারা। ক্ষতিগ্রস্তরা আবেদন করলে সরকারি নিয়মে ক্ষতিপূরণ পাবেন বলে বন দপ্তরের তরফে জানানো হয়েছে।