নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: সোমবার ১১,সেপ্টেম্বর :: যেসব ছাত্র-ছাত্রীরা নিড ক্র্যাক করতে পারে না কিন্তু মেডিকেল সার্ভিস এর সাথে যুক্ত হতে চায় কিভাবে সম্ভব? ফিজিওথেরাপি শিখে কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করা যায় বা ক্যারিয়ার করা যায় জানালেন ডক্টর সন্তু দে।
ডক্টর সন্তু দে অর্থোপেডিক ট্রমা মেডিসিন,ডিপ ইন স্পোর্টস মেডিসিন কন্সালটেন্ট, পেইন ম্যানেজমেন্ট ফিজিসিয়ান। পাস আউট আমেরিকান বোর্ড ওফ অর্থোপেডিক সার্জারি, এক্স ইন্টার্ন গভর্নমেন্ট অফ মনিপুর ডিস্ট্রিক্ট হসপিটাল।