নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ২৫,ডিসেম্বর :: ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে পাকা রাস্তার কাজের শিলান্যাস করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ, উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন,বন ও ভূমি কর্মাধক্ষ আব্দুর রহমান, আলিনগরের গ্রাম পঞ্চায়েত প্রধান আখতারি খাতুন,
আলিনগরের অঞ্চল সভাপতি মহম্মদ ওবায়দুল্লাহ এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় অন্যান্য জনপ্রতিনিধিরা। রবিবার দুপুরে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে আনুমানিক ৩ কোটি ৪৯ লক্ষ টাকা বরাদ্দে ৪.০৭৫ কিলোমিটার দৈর্ঘ্য এবং ৩.৭৫ মিটার প্রস্থঃ পাকা রাস্তার আনুষ্ঠানিক শিলান্যাস করা হয়।
মালদা জেলার কালিয়াচক ১ নম্বর ব্লকের আলিনগর গ্রাম পঞ্চায়েতের চুড়িমোড় থেকে নবীনগর ঘাট পর্যন্ত পাকা রাস্তার কাজের শিলান্যাস করা হয়। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল পাকা রাস্তার। অবশেষে রাস্তার কাজ শুরু হয় খুশি গ্রামের মানুষ।