ফিরে দেখা প্রতীক্ষার কাল বৈশাখীর – অবশেষে ভিজল তিলোত্তমা

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: ফিরে দেখা প্রতীক্ষার কাল বৈশাখীর । অবশেষে ভিজল তিলোত্তমা , সন্ধ্যায় স্বস্তির বর্ষণ কলকাতায় সহ আশপাশের জেলাতে ।

প্রতীক্ষার অবসান ৷ সন্ধ্যা নামার সাথে সাথে বৃষ্টি নামল শহর কলকাতা সহ আশপাশের   জেলাতে ৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়ে শনিবার ভিজল তিলোত্তমা সহ জেলাগুলি । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসকে মান্যতা দিয়ে শনিবার সন্ধ্যায় বৃষ্টি   নামল ৷

তীব্র দহনের হাত থেকে সাময়িক স্বস্তি পেলেন শহরবাসী সহ জেলার আবাল বৃদ্ধ বনিতা সহ সকল জীবকুল ৷ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার সঙ্গে এবার বৃষ্টিস্নাত কলকাতাও ৷ শুক্রবার বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি হলেও কলকাতার ভাগ্যে জুটছিল না ছিঁটেফোঁটাও । কিন্তু এদিন সব আক্ষেপ মিটিয়ে দাবদাহের হাত থেকে স্বস্তি দিল ঝড়-বৃষ্টি ৷

সন্ধ্যা নামতেই কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে দেখা মিলল কালবৈশাখীর ৷ সঙ্গে কয়েক পশলার বৃষ্টিতে মিলল প্রচণ্ড গরম থেকে সাময়িক স্বস্তি ৷

চলতি বছরে দক্ষিণ-পশ্চিম বায়ু থাকায় গত দু-মাস ধরে বৃষ্টি বা কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হয়নি। তবে অবস্থা বদলানোয় কলকাতা সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হয় ঝড়বৃষ্টি ।

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস জানিয়েছিলেন, স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে শুক্রবার সন্ধ্যার বৃষ্টি হয়েছে। তবে তা বিক্ষিপ্ত অল্পকিছু এলাকাজুড়ে।

এই ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দিনেও । এর ফলেই সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন। কমেছে তাপমাত্রা। সেই মতো শনিবার ভিজল শহর কলকাতাও ৷ শুক্রবার কলকাতায় কিছু জায়গায় বৃষ্টি হলেও এদিন বৃষ্টি হল প্রায় সর্বত্রই ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =