নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: শনিবার ১৫,নভেম্বর :: ফিল্মি কায়দায় বাইক চুরি। দুই নাবালক চোরের কান্ড দেখে ছানাবড়া পুলিশের চোখ। নদিয়ার শান্তিপুরে এরকম চোর আগে কখনো দেখেনি পুলিশ বলেই ধারনা। জানা যায়, শান্তিপুরে রাস চলাকালীন খাঁ পাড়া থেকে একটি বাইক চুরি হয়ে যায়।
শান্তিপুরের খা পাড়ার বাসিন্দা সৌভিক খা নামে এক যুবকের বাইক ছিল সেটি। এরপরই শান্তিপুর থানায় ওই যুবক একটি লিখিত অভিযোগ দায়ের করে। তদন্তে নেমে পুলিশ জয়ন্ত সিকদার এবং সৌরভ সরকার নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করে। দুজনের বয়স ১৭ বছর। তাদের বাড়ি শান্তিপুরের পাবনা কলোনি এলাকায়।
অভিযুক্ত জয়ন্ত শিকদারের বাবা দিনমজুর আর সৌরভ সরকারের বাবার মোটরসাইকেল গ্যারেজ রয়েছে। সৌরভ সেখানেই কাজ করে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে উদ্ধার করা হয় বাইক। বাইকের অবস্থা দেখে পুলিশ হতভম্ব হয়ে যায়। বাইকের কঙ্কাল সার অবস্থা। বাইকের প্রত্যেকটি অংশ খুলে আলাদা করে ফেলা হয়েছে।
কিছু কিছু যন্ত্রাংশ বিক্রি করা হয়েছে বলে জানা যায়। অবশিষ্ট যেটুকু অংশ ছিল সেটুকু অংশ উদ্ধার করে নিয়ে আসে পুলিশ। ১৭ বছরের এই দুই নাবালকের মাথায় এত বুদ্ধি এলো কি করে সেটা নিয়ে উঠছে প্রশ্ন।
যদিও অভিযোগকারী পরিবারের দাবি, এর পেছনে বড় চক্র জড়িত রয়েছে। না হলে ওই দুই নাবালক কিভাবে এত কান্ড ঘটাতে পারে। তবে এই চুরির চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা তার তদন্ত করে দেখছে শান্তিপুর থানার পুলিশ।

