নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ৪,এপ্রিল :: দাদুর বাড়ি বর্ধমানের আলমগঞ্জের কলাবাগানে বেড়াতে এসে ফুটন্ত ভাতের হাড়ি উল্টে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হল তিন বছরের এক শিশু কন্যার। মৃত শিশু কন্যার নাম ইশিকা যাদব বয়স ৩ বছর।
মৃত শিশু কন্যার মা শীতল দেবী জানিয়েছেন উত্তরপ্রদেশের খুশিনগর জেলার গুল্লাহা গ্রামে থাকতেন। কিছুদিন আগে তার বাপের বাড়ি আলমগঞ্জের কলাবাগানে বেড়াতে এসেছিলেন
আর সেখানেই গত ইংরেজির ২২ তারিখে গ্যাস শেষ হয়ে যাওয়ার কারণে কাঠের উনুনে রান্না করার সময় শিশুটি উনুনে খোঁচা দেওয়াতে ফুটন্ত ভাতের হাড়ি উল্টে তার শরীরে পড়ে যায়।ঘটনায় গুরুতর জখম অবস্থায় শিশুটিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়।