নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নন্দীগ্রাম :: শুক্রবার ২৮,ফেব্রুয়ারি :: ফেরি যাত্রী কমিটির ডাকে নদী-ঘাটে বিক্ষোভে নন্দীগ্রামের বাসিন্দাদের। খেয়া ঘাটের ইজারাদারের মনপলি ভাড়া বৃদ্ধি ও অনৈতিক খেয়া ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ।
হলদি নদীতে হলদিয়ার টাউনশিপ থেকে নন্দীগ্রামের কেন্দেমারি যাতায়াতের পথে লঞ্চের যাত্রী ভাড়া বৃদ্ধির প্রতিবাদ জানাতেই বিক্ষোভে সামিল হন স্থানীয় মানুষজন। এই খেয়াঘাট দিয়ে প্রতিদিন হলদিয়া শিল্পাঞ্চলে কর্মসূত্রে হাজার হাজার মানুষ যাতায়াত করেন।
নন্দীগ্রাম থেকে শ্রমিক, অফিস যাত্রী, নিত্যযাত্রীরা যাতায়াত করে থাকেন। ভাড়া বৃদ্ধির ফলে প্রত্যেকে সমস্যায় পড়ছেন।