ফের আবারো বাংলাদেশি এক যুবক গ্রেফতার বর্ধমান থানার পুলিশের হাতে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ২০,ফেব্রুয়ারি :: অবৈধ ভাবে ভারতে প্রবেশ করার অভিযোগে ফের গ্রেফতার এক অনুপ্রবেশকারী। বৈধ কাগজপত্র ছাড়াই পশ্চিমবাংলার পূর্ব বর্ধমানে

অবৈধভাবে বসবাস করছিলেন ধৃত। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে বর্ধমান থানার পুলিশ আকাশ দাস নামে এক অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে।

বুধবার ধৃতের বিরুদ্ধে বিনা কাগজে ভারতে প্রবেশ, অবৈধভাবে বসবাস এবং অবৈধ প্রবেশে সাহায্যে করার অপরাধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান জেলা আদালতে তোলে পুলিশ। তদন্তের স্বার্থে ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ।

জানা যাচ্ছে, বাংলাদেশ থেকে দালাল মারফত মোটা টাকার বিনিময়ে কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করে। তারপর দালালের হাত ধরেই শহর বর্ধমানের অপর এক এজেন্টের বাড়িতে আশ্রয় নেয় আকাশ দাস। বৈধ সরকারি কাগজপত্র ছাড়াই সে কয়েক দিন ধরে শহর বর্ধমানে ওই এজেন্টের বাড়ি বাজে প্রতাপপুরে বসবাস করছিল ।

সূত্র মারফত খবর পেয়ে পুলিশ সেখানে হানা দেয়। সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তি রহিঙ্গা এবং সে মায়ানমারের নাগরিক। সেখানে গৃহ যুদ্ধের জন্য পালিয়ে চলে আসে বাংলাদেশে।

সেখানেও বর্তমানে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে রয়েছে। তাই ফের বাংলাদেশ থেকে এজেন্ট ধরে ভারতে প্রবেশ। পাশাপাশি আরও জানা গিয়েছে, আকাশ দাস নিজেকে ত্রিপুরার বাসিন্দা বলে জানিয়েছে। কিন্তু সেখানকার ঠিকানা সম্বন্ধে পুলিশ খোঁজখবর করলে তা ভূয়ো বলে জানতে পারছে বলে পুলিশের দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 3 =