নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কান্দি :: মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ১৮৭ ও ১৮৮ নম্বর বুথে বহিরাগত ভোটার এসে ভোট দিতে গেলে বাধা দেওয়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন ঘোষের অনুগামীদের সাথে নির্দল প্রার্থী গৌতম রায়ের অনুগামীদের হাতাহাতি।ঘটনার খবর পেয়ে কান্দি থানার পুলিশ পৌঁছালে এলাকার মহিলারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরে কান্দি মহকুমা আরক্ষা আধিকারিক সাগর রাণার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটলাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। ঘটনার পর এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।