নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: বৃহস্পতিবার ২৩,মে :: ফের একবার পাচারের আগে অবৈধ সোনা বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর। প্রায় ২ কোটি টাকা মূল্যের সোনা সহ দুজনকে গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে বাংলাদেশ থেকে অবৈধভাবে সোনা সহ ভারতের প্রবেশ করে ২ পাচারকারী ।
এরপর গতকাল উত্তরবঙ্গ এক্সপ্রেস করে কলকাতা শিয়ালদার উদ্দেশ্যে রওনা হয়। গোপন সূত্রের খবরের ভিত্তিতে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা উত্তরবঙ্গ এক্সপ্রেসে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করে । তাদের তল্লাশি চালালে উদ্ধার হয় ২৮ টি সোনার বিস্কুট। যে বিস্কুট গুলি তাদের অন্তর্বাসের ভেতরে বেল্ট দিয়ে বাধা অবস্থায় ছিল।
ধৃতদের নাম আব্দুল হক ও বিকি হক, দুজনেই কোচবিহারের বাসিন্দা। উদ্ধার হওয়া বিদেশি সোনার আনুমানিক ওজন ৩২৯০ গ্রাম ও আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৪৯ লক্ষ ৫৩০০ টাকা । সোনা পাচার চক্রের পেছনে আরও কে বা কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত করতে আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়।