ফের একবার রুদ্ধশ্বাস অভিযানে একটি বড় ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ।

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ১৭,নভেম্বর :: ফের একবার রুদ্ধশ্বাস অভিযানে একটি বড় ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে চাঁচল থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় নলকটিয়া নাকা থেকে ৩০০ মিটার দূরত্বে একটি আম বাগানে কয়েকজন সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে।

সূত্রের তথ্যের গুরুত্ব দিয়ে চাঁচল সাব ইসপেক্টর ওমর ফারুক, সিদ্ধার্থ রায়ের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল সঙ্গে সঙ্গে পৌঁছয় নলকটিয়া নাকা এলাকায় এবং ওই আম বাগানটিতে ঘিরে ধরে। সেই সময় আগ্নেয়াস্ত্র-সহ মোট ৬ জনকে ধরে ফেলে পুলিশ,বাকি ৫- ৬ পালিয়ে যায়।

তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে,একটি পাইপ গান, হাসুয়া, দুটি লোহার রোড,চার প্যাকেট লঙ্কার গুড়োর , চারটি টর্চ লাইট ও একটি মোটর সাইকেল।

তাদেরকে জেরা করে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে ডাকাতির উদ্দেশে তারা সেখানে জড়ো হয়েছিল। ধৃতদের নাম,সাগর আলী বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার দেবিগঞ্জ গ্রামে,মিজানুর রহমান(বাড়ি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানা এলাকায়)

হেলাল আলী(বাড়ি চাঁচল থানার অন্তর্গত কনুয়া এলাকায়, সোহরাব আলী বাড়ি চাচল থানার অন্তর্গত খুড়িয়াল গ্রামে,সেলাল বাড়ি চাচল থানার অন্তর্গত জয় বাংলা এলাকায়, ও মেহেন্দি আলী বাড়ি চাচোল থানার অন্তর্গত হবীনগর গ্রামে।

রবিবার সাত দিনের হেফাজত চেয়ে তাদের চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 8 =