নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: শনিবার ২৮,জুন :: ফের এটিএম লুটের চেষ্টা। পুলিশের চেষ্টায় ব্যর্থ। জলপাইগুড়ি শহর থেকে প্রায় ১০কিলোমিটার দূরে রানীনগর এলাকার ঘটনা। জানা গেছে, রানীনগর এলাকায় জাতীয় সড়কের ধারে দুই যুবক এটিএম কাটার চেষ্টা করে।
এরপর ব্যাংকের মুম্বাই কন্ট্রোল রুম থেকে তার একটি ফুটেজ জেলা পুলিশের কন্ট্রোল রুমে পৌছায়। এরপর কোতয়ালী থানার পুলিশের রাতের টহলদারি টিমকে সেখানে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়।
পুলিশ দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছালে একজন পালিয়ে যায়। তবে আরেকজনকে গ্রেফতার করেছে পুলিশ৷ পাশাপাশি একটি মোটর সাইকেলও উদ্ধার করেছে পুলিশ৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷