নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ক্যানিং :: রবিবার ২২,ডিসেম্বর :: ফের এরাজ্যে থেকে জঙ্গি গ্রেফতার করল ভিন রাজ্যের পুলিশ। ধৃতের নাম জাভেদ মুন্সী। তার বাড়ি শ্রীনগর এর চানপুরাতে। শনিবার রাতে জম্মু কাশ্মীর পুলিশ দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে ওই জঙ্গিকে গ্রেফতার করেছে। ধৃত তেহরিকে মুজাহিদিনের সদস্য বলে দাবি পুলিশের।
ধৃতকে এদিন আলিপুর কোর্টে তোলা হয়েছে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়ার জন্য। শনিবার রাতে ক্যানিং হাসপাতাল মোড় এলাকায় গুলশাল হাউস নামে একটি বাড়িতে হানা দিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। জামাইবাবুর বাড়ি থেকে গ্রেফতার অভিযুক্ত যুবক।
কাশ্মীরের শ্রীনগরের তানপুরাতে আসল বাড়ি জাভেদের। সেখানেই থাকে। তবে সে ক্যানিংয়ে এক আত্মীয়ের বাড়িতে এসেছিল। গোপন সূত্রে তার খোঁজ পায় পুলিশ। এরপরই পুলিশ শনিবার রাতে ওই বাড়ি ঘিরে ফেলে। তাকে সেখান থেকেই গ্রেফতার করা হয়।
সূত্রের খবর ওই জঙ্গি বেশ কিছুদিন ধরেই পালিয়ে বেড়াচ্ছিল। এরপর সে ক্য়ানিংয়ের ওই আত্মীয়ের বাড়িতে ঘাপটি মেরেছিল। তবে সে কেন এভাবে ক্যানিংয়ে এসেছিল তা নিয়ে প্রশ্ন উঠছে।
এদিকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জেরে জঙ্গি কার্যকলাপ নিয়ে নানা উদ্বেগ ছড়াচ্ছে। মুর্শিদাবাদ থেকে ইতিমধ্য়েই দুজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। এবার ক্যানিং থেকে গ্রেফতার করা হল একজনকে।
সে নাকি আইইডি তৈরিতে দক্ষ। তার বাংলাদেশে যাওয়ার ছক ছিল কি না সেটা দেখা হচ্ছে। গত কয়েকদিন আগে সে ক্যানিংয়ে এসেছিল। যে বাড়িতে সে এসেছিল তিনি ওই ব্যক্তির সম্পর্কে জামাইবাবু হন।
কাশ্মীর পুলিশ তার গতিবিধির উপর নজর রাখছিল। এরপর তারা কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে। তারপর তারা ক্যানিংয়ের ওই বাড়ি ঘিরে ফেলে। সেখান থেকেই গ্রেফতার করা হয় সন্দেহভাজন ওই জঙ্গিকে।
জয়নগর বিজেপির সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিকাশ সর্দার বলেন, বারবার পশ্চিমবঙ্গ থেকেই জঙ্গিদের গ্রেপ্তার করা হচ্ছে গত বেশ কয়েকদিন আগে মুর্শিদাবাদ থেকে আটজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে আজ আবার ক্যানিং থেকে জঙ্গিকে গ্রেফতার করা হচ্ছে।
বিভিন্ন সময় আসাম পুলিশ এবং কাশ্মীর পুলিশ রাজ্যে এসে জঙ্গিদেরকে গ্রেপ্তার করছে। কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর কোন হেলদোল নেই। পশ্চিমবঙ্গ কি জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে গিয়েছে।