নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়াঃ :: ফের এলাকায় ঘাঁটি গেড়েছে ‘পরিযায়ী’ হাতির দল। এই অবস্থায় আতঙ্কে রাত জাগছেন বাঁকুড়ার বড়জোড়া এলাকার পাবয়া, ডাকাইসিনী, বনশোল, শ্যামপুর সহ জঙ্গল লাগোয়া বেশ কয়েকটি গ্রামের মানুষ।
সূত্রের খবর, বড়জোড়া রেঞ্জ এলাকার জঙ্গলে বেশ কয়েকটি ‘আবাসিক’ হাতি রয়েছে। তারপর নতুন করে এই এলাকায় পৌঁছেছে ২ টি শাবক সহ ১২ টি হাতির একটি দল। গত দু’দিন আগেই কংসাবতী নদী পেরিয়ে পাঞ্চেত বন বিভাগে ঢোকে ঐ হাতির দলটি। পরে সোনামুখী হয়ে বড়জোড়ার পাবয়া জঙ্গলে পৌঁছানোর তারা সেখানেই অবস্থান করছে বলে জানা গেছে।
আর এই খবরে যথেষ্ট আতঙ্কিত জঙ্গল লাগোয়া পাবয়া, ডাকাইসিনী, বনশোল, শ্যামপুরের মানুষ। ফলে নিজেদের মতো করে হাতির আক্রমণের হাত ফসল ও সম্পত্তি রক্ষায় গ্রামে রাত পাহারা দিচ্ছেন তারা। হুলা হাতে আর জায়গায় জায়গায় আগুন জ্বালিয়ে রেখে বিনিদ্র রাত কাটছে ঐ গ্রাম গুলির মানুষের।