নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙা :: বুধবার,২জুলাই :: ফের চুরির ঘটনা ঘটলো মাথাভাঙ্গাতে। এদিন এই চুরির ঘটনাটি ঘটে মাথাভাঙ্গা শহরের ৭ নং ওয়ার্ডের শ্মশান রোড সংলগ্ন এলাকায় একটি কম্পিউটারের দোকানে।
জানা গিয়েছে গতকাল রাতে চুরি হওয়া দোকানের ব্যবসায়ী দোকান বন্ধ করে বাড়ি যান কিন্তু আজ সকালে এসে যখন দোকান খোলেন তখন দেখতে পান দোকানের ভেতরে থাকা দুটি ল্যাপটপ কিবোর্ড মাউস সহ বেশ কিছু হার্ডডিস্ক উধাও। তারপর চুরির বিষয়ে মাথাভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
এ বিষয়ে ব্যবসায়ী গৌরাঙ্গ বর্মন জানান কম্পিউটার সেল এবং রিপিয়ারিং এর দোকান তার। গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়ি যান কিন্তু আজ সকালে এসে দোকান খুলে দেখতে পান দোকানের জানালা ভাঙা অবস্থায় রয়েছে
তারপরই নজরে আসে দোকানে থাকা একটি ব্যাগে রাখা দুটি ল্যাপটপ, হার্ডডিক্স কিবোর্ড সহ বেশ কিছু সরঞ্জাম চুরি হয়ে গিয়েছে। ঘটনায় মাথাভাঙ্গা থানায় তিনি লিখিত অভিযোগও দায়ের করেছেন বলে তিনি জানান।