ফের জেলা পুলিশের সাফল্য – ৩৬ ঘন্টার মধ্যেই ধৃত ভিন জেলার দুই আসামী!

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: বুধবার ১৫,অক্টোবর :: গত ১২ ই অক্টোবর রাতে বাঁকুড়ার কোতুলপুর থানার অন্তর্গত কোয়ালপাড়া আইসিডিএস সেন্টারে একটি পিক আপ ভ্যান নিয়ে এসে সেন্টারে সংরক্ষিত বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

ঘটনায় কোতুলপুর থানায় একটি চুরির মামলা রুজু করা হয়। পুলিশ তদন্তে নেমে ঘটনাস্থলের নিকটবর্তী এলাকার সিসিটিভি ও অন্যান্য টেকনিক্যাল ইনপুট থেকে হুগলি জেলায় অভিযান চালায় ।পুলিশ সূত্রে জানা যায় সিঙ্গুর থানার জমপুকুর গ্রামের বাসিন্দা বিজন ধারাকে গত ১৩ই অক্টবর তারিখে গ্রেপ্তার করা হয় এবং ৪ দিনের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়।

রিমান্ডের সময়কালে তার কনফেশনাল স্টেটমেন্ট অনুসারে আরামবাগ থানার আওতাধীন হরিণখোলা এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি সুব্রত খানকে ১৪ই অক্টোবর তারিখে গ্রেপ্তার করা হয় এবং চুরির মাল পরিবহনের জন্য ব্যবহৃত গাড়িটি (wb17p2109) সিজ করা হয়।

তদন্তে উঠে এসেছে যে দুই আসামী এই গাড়িটির সাহায্যে একই ধরনের ক্রাইম বিগত এক বছরে বহুবার সংঘটিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + fourteen =