নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বুধবার ৯,জুলাই :: ফের টানা অবিরাম বৃষ্টির জেরে জলমগ্ন গোটা পানিহাটির বিস্তীর্ণ অঞ্চল । এবার সেই ছবি ফুটে উঠেছে পানিহাটির ২১ নম্বর ওয়ার্ডে।। টানা বৃষ্টির জেরে দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে ২১ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীকে।।স্থানীয় সূত্রে জানা যাচ্ছে ২১ নম্বর ওয়ার্ডের মিলনগড় ধান মাঠ এলাকায় বৃষ্টি হলে প্রায় তিন দিনের মতন জল থাকে। এবং এলাকাবাসীরা যানবাহন নিয়েও বেরোতে পারে না এবং তার পাশাপাশি ছাত্র-ছাত্রীরা স্কুলে এবং কলেজে ও যেতে পারেনা।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে যে বৃষ্টি হলে তারা রাত বিরাতে ঘর দিয়ে বেরোতে পারে না কারণ সাপ পোকামাকড়ের উপদ্রব থাকে বলে।