নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: ফের পরিযায়ী হাতির আক্রমণ বাঁকুড়ার কৃষিক্ষেত্রে। রাতের অন্ধকারে জয়পুরের মুড়াবাড়ি সংলগ্ন ত্রিভঙ্গ এলাকার আলু সহ সরিষা, মুলা, বেগুন সহ অন্যান্য সব্জী জমিতে তিনটি হাতির একটি দল ব্যাপক তাণ্ডব চালায় বলে অভিযোগ।
প্রসঙ্গত, গত কয়েক দিন আগে প্রায় ৭০ টি হাতির একটি দল জেলার উত্তর বনবিভাগে প্রবেশ করে। শনিবার রাতে ঐ হাতির দলটিকে বিষ্ণুপুর থেকে জয়পুর হয়ে সোনামুখীর জঙ্গলে নিয়ে যাওয়ার পথে দু’টি হাতি চাষের জমিতে এই তাণ্ডবলীলা চালায় বলে খবর। এছাড়াও বনদপ্তর সূত্রে খবর, দু’টি হাতি বিষ্ণুপুরের বাঁকাদহ এলাকার জিয়াবান্দি গ্রামে একাধিক বাড়ি ভাঙ্গচুর করে।
যদিও হাতির দলটির একটা বড় অংশ এই মুহূর্তে বেলিয়াতোড় জঙ্গলে অবস্থান করছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত আদিত্য মহাদণ্ড, গণপতি মহাদণ্ডরা বলেন, প্রতি বছরই এলাকায় হাতি আসে। এবার ৬০ থেকে ৭০ টি হাতি এলাকায় ঢুকলেও মূলতঃ তিনটি হাতি চাষের জমিতে নেমে পড়ে। প্রয়োজনীয় ক্ষতিপূরণ ছাড়া তাঁদের আর ঘুরে দাঁড়ানো অসম্ভব বলে তাঁরা জানান।