নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: শুক্রবার ১৩,সেপ্টেম্বর :: ফের বড়ো সাফল্য শীতলকুচি থানার পুলিশের। গাঁজা সহ গ্রেফতার ভিনরাজ্যের চার ব্যক্তি । বুধবার রাত একটি বিহারের নম্বর প্লেটের ভিআইপি কারে, চার ব্যক্তি শীতলকুচি থেকে মাথাভাঙ্গার দিকে যাচ্ছিলো । ধরলা সেতু সংলগ্ন পুলিশের নাকা চেক পোস্টে গাড়িটি আটক করে শীতলকুচি থানার কর্তব্যরত পুলিশ অফিসার ।
চার ব্যক্তির কথার অসংলগ্নতা থাকায় নাকা চেক পোস্টেই আটকে রাখে পুলিশ । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মাথাভাঙ্গা এসডিপিও সমরেন হালদার, শীতলকুচি থানার ওসি এন্টনি হোড়ো সহ বিশাল পুলিশ বাহিনী। এসডিপিও এর উপস্থিতিতে গাড়িটি তল্লাশি চালায় পুলিশ । গাড়ির পিছনের সিটের ভিতর থেকে সাতটি প্যাকেট উদ্ধার হয়।
এই প্যাকেট গুলিতে প্রায় ১৫ কেজি গাঁজা উদ্ধার হয়। ধৃতরা পুলিশের জেরায় স্বীকার করে, তাঁরা দিনহাটা থেকে বিহারের দিকে গাঁজা নিয়ে যাচ্ছিলো। ধৃতদের দুজনের বাড়ি বিহারে এবং দুজনের বাড়ি উত্তর প্রদেশে। পুলিশ গাঁজা পাচারে ব্যবহৃত গাড়িটি বাজেয়াপ্ত করেছে।